শনিবার, ১৫ আগস্ট, ২০২০

সংসারে স্বামি স্ত্রী ঝগড়া লেগেই থাকে তাদের জন্য


 যাদের সংসারে স্বামি স্ত্রী ঝগড়া লেগেই থাকে তাদের জন্য এই পোষ্টটি-

______________________________________________

এক ব্যক্তি স্ত্রীর উগ্রমেজাজী কথায়

অতিষ্ট হয়ে খলিফা.উমর (রাঃ) এর কাছে আসেন নালিশ করার জন্য।

:

খলিফার ঘরের দরজায় আসতেই তিনি শুনতে পান খলিফার স্ত্রী রাগতস্বরে খলিফার সাথে কথা বলছে । শুনে ঐ ব্যক্তি তো হতবাক। তিনি খলিফাকে কিছু

না বলে ফিরে চললেন...।

:

ইতিমধ্যে খলিফা দরজা খুলে।বাইরে এলেন। ঐ ব্যাক্তিকে চলে যেতে দেখে ডাক

দিলেন। জানতে চাইলেন, কেনো এসেছিলে আর কেনোই বা কিছু না বলেই চলে যাচ্ছ।

:

ঐ ব্যাক্তি বললেন, আমি এসেছিলাম স্ত্রীর ব্যাপারে নালিশ করতে কিন্তু এসে শুনলাম আপনার স্ত্রী আপনাকে আরো বেশী কথা শোনাচ্ছে। তাই ফিরে যাচ্ছিলাম।

:

আচ্ছা আমরা পুরুষরা আপনাকে বাঘের মত ভয় করি সেখানে একজন মহিলা আপনাকে কি করে কথা শোনায়...??

:

হযরত উমর রাঃ বলেন, ভাই ঐ মহিলার অনেক হক্ব আছে যা আমি আদায় করতে পারিনি। তাছাড়া এই মহিলা আমার রান্না করে, ঘরবাড়ি কাপড়।চোপর পরিস্কার করে, সন্তানদের প্রতিপালন করে এমনি আরও অনেক অনেক কাজ যা সে করতে বাধ্য নয়।

:

এসব কাজ করে সে আমায় এহসান

করে, অতএব সে একজন পাওনাদার আর পাওনাদারের দু' কথা বেশী বলার অধিকার আছে।

:

ঐ ব্যক্তি তখন বললো আমার স্ত্রীও তো এসব কাজকরে এবং আমিও তো তার অনেক হক্বই আদায় করতে পারিনি। খলিফা হাসি মুখে বললেন, তাহলে ভাই একটু সহ্য কর...।

:

এই ছোট্ট একটা উদাহরণ দেখলেই বোঝা যায় কতটুকু সম্মান দিয়েছে ইসলাম নারীদের।

:

সংসারের সুখ-শান্তি নষ্ট হওয়ার জন্য একতরফাভাবে নারীদের উপর দোষ না চাপিয়ে পুরুষদের উচিত নারীদের প্রাপ্য সম্মান দেয়া ও সহযোগী মনোভাব পোষণ করা।

:

আর একটু চুপ থেকে ও ধৈর্য ধরে যদি সংসারে শান্তি পাওয়া যায়, তাহলে কেন নয়...!!!

©Collected 

- জা‌হিদ আহ‌মেদ  ও তার স্মৃ‌তি প‌রিষদ।

ahmedzahid75@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সালাত আদায় ও অতপর :

 সালাত আদায় ও অতপর : ---------------------------------------- বেশ কিছুদিন আগে , ঢাকার সংসদ ভবন রো‌ডে আসাদ‌ গেইট যাওয়ার প‌থে বা‌সে ব‌সে‌ছি‌ল...