শনিবার, ১৫ আগস্ট, ২০২০

প্রফেসর মীর হাসান আলি (নিভৃতে ইসলাম এর সেবায় নিয়োজিত এক জন পথপ্রদর্শকের নাম )

 
প্রফেসর মীর হাসান আলি (নিভৃতে ইসলাম এর সেবায় নিয়োজিত এক জন পথপ্রদর্শকের নাম )

অ‌ক্টবর ০৫ , ২০১৯

আজ ঢাকার বংশা‌লের সাতরওজায় খানকা‌য়ে নকসাব‌ন্দিয়া আবুল উলাইয়ার একজন বুযুর্গ , বিদগ্ধ ও নিভৃতচা‌রি ও‌লি প্র‌ফেসর হযরত মীর হাসান আলি (মা:জি:আ) হুজু‌রের বাসায় যাই ও আমার লেখা মো‌র্সেদরূ‌পে হা‌বি‌বে রাসূল নামক ক‌বিতা তা‌ঁকে উৎসর্গ ক‌রি । 

প্র‌ফেসর মীর হাসান আলি হ‌লেন এমন একজন ব্য‌ক্তি যি‌নি মাদ্রাসা বো‌র্ডের সাব রে‌জিস্টার সহ ক‌বি নজরুল ক‌লে‌জের ইসলা‌মিক স্টা‌ডিজ বিভা‌গের বিভা‌গিয় প্রধান হিসা‌বে অবসর গ্রহন ক‌রেন এবং তাঁর লেখা ফা‌র্সি থে‌কে বাংলায় রূপান্তর ক‌রা অ‌নেক বই (মাকতুবা‌তে সা‌দি , মাকতুবা‌তে দো সা‌দি , তওফিকুল হেদায়াত উল্লেখ‌যোগ্য) মানুষ‌কে তাসাঊফ ও মা‌রিফ‌তের ঞ্জান‌কে বুঝা‌তে সহায়তা ক‌রেছে। শুধু তাই নয় তি‌নি মাদ্রাসা বো‌র্ডের স‌াব রে‌জিস্টার থাকাকা‌লিন সারা দেশব্যা‌পি অ‌নেক মাদ্রাসাকে সরকা‌রিকরন সহ অ‌নেক মাদ্রাসা প্র‌তিষ্ঠায় সরকা‌রিভা‌বে সহায়তা ক‌রে‌ছেন। শুধু তাই নয় তি‌নি কর্মজীব‌নে কখনও অসততার অাশ্রয় নেন‌নি তিঁনি প‌রিবা‌রের সবাই‌কে মানুষ ক‌রেছেন জীব‌নের শেষটুকু দি‌য়ে। তি‌নি ব্য‌ক্তিগত উদ্যোগ ও অ‌র্থে বি‌ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন ক‌রেন কখ‌নো তাঁর মু‌রিদ‌দের বা অনুসা‌রি‌দের থে‌কে কোন টাকা বা সাহায্য ছাড়াই। ব্য‌ক্তিজীব‌নে তি‌নি ৩ ছে‌লে ও ১ জন কন্যা সন্তা‌নের জনক । আমি তাঁর একজন মু‌রিদ,ভক্ত ও শুভাকা‌ঙ্খি হিসা‌বে নেক হায়াৎ ও আ‌রও সমৃ‌দ্ধির দোয়া কামনা ক‌রি।

- জা‌হিদ আহ‌মেদ  ও তার স্মৃ‌তি প‌রিষদ।

ahmedzahid75@gmail.com


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সালাত আদায় ও অতপর :

 সালাত আদায় ও অতপর : ---------------------------------------- বেশ কিছুদিন আগে , ঢাকার সংসদ ভবন রো‌ডে আসাদ‌ গেইট যাওয়ার প‌থে বা‌সে ব‌সে‌ছি‌ল...