শনিবার, ১৫ আগস্ট, ২০২০

ইংরেজি নববর্ষ উৎযাপন ও ফানুষ ওড়ানোর বিপদ

 

জানুয়ারি ০১, ২০১৮

শহ‌রের দালানগু‌লো থে‌কে আজ ইং‌রেজী বর্ষবর‌ণের উৎস‌বের জন্য ওড়া‌নো জ্বলন্ত দু‌টি ফানুষ এসে প‌ড়ে  (গাছপালায় আবৃত ও সে‌মিপাকা বাসায় আমার) গাছের ওপর ও বৈদ্য‌তিক তা‌রের ওপর ! 

আল্লাহর অ‌শেষ রহমত , আমি জে‌গে‌ছিলাম তাই রক্ষা পেয়ে‌ছি ! নয়‌তো আগুন লে‌গে বিশাল অ‌গ্নিদগ্ধের মত ঘটনা দ্বারা আমি ও আমার প‌রিবা‌রের ক্ষ‌তি সা‌ধিত হত এবং জীবণও নাশ হ‌তে পারত !

দয়া ক‌রে বিজাতীয় ঢ‌ঙে জ্বলন্ত ফানুষ উড়ি‌য়ে আরেকজ‌নের জীব‌ণে আগুন লাগা‌বেননা ।

ফানুষ সাধারনত খোলা মা‌ঠে বা পাহা‌ড়ের ওপর বৈঞ্জা‌নিক নিয়ম র‌য়ে‌ছে ওড়া‌নোর যা আমরা জা‌নিনা তাছাড়া এসব ফানুষ য‌দি রাস্তায় ঘুমা‌নো মানুষ‌দের ওপর প‌ড়ে বা কোন ব‌স্তির ঘু‌মোন্ত মানুষ‌দের ওপর প‌ড়ে তাহ‌লে সব জ্ব‌লে শেষ হ‌য়ে যা‌বে । 

‌শি‌ক্ষিত জাতীর এরূপ অকর্ম‌ণ্যের কাজ ঠিক না !

- জা‌হিদ আহ‌মেদ  ও তার স্মৃ‌তি প‌রিষদ।

ahmedzahid75@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সালাত আদায় ও অতপর :

 সালাত আদায় ও অতপর : ---------------------------------------- বেশ কিছুদিন আগে , ঢাকার সংসদ ভবন রো‌ডে আসাদ‌ গেইট যাওয়ার প‌থে বা‌সে ব‌সে‌ছি‌ল...