আল্লাহওয়ালা বা রাসুলপ্রেমিদের ঈমানি যজবার কিছু সত্য ঘটনা :
�-----------------------
�শেখ ফরিদ (রহঃ) �একদিন পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় এক গাড়োয়ানের সঙ্গে দেখা হলো তাঁর। গাড়ীখানি চিনি বোঝাই ছিল। গাড়োয়ানকে শেখ ফরিদ বলল : তোমার গাড়িতে কী আছে?
গাড়োয়ানটা ছিল বদ স্বভাবের। দিনটাও উত্তপ্ত আর বলদ জোড়াও হাঁটছিল না তেমন। সে গাড়ী চালাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। সুতরাং সে বাঁকা করে জবাব দিল : ছাই।
: ভালো – শেখ ফরিদ বললেন – ছাই-ই হোক।
গাড়োয়ান বাজারে এসে সওদাগরের ঘরে বস্তা নামিয়ে দিল। সওদাগর একখানা বস্তা খুলল চিনি দেখতে। কিন্তু আশ্চর্য! বস্তায় আদৌ চিনি নেই – কেবল ছাই আর ছাই। সকল বস্তাই খোলা হলো এবং প্রত্যেক বস্তায়ই ছাই ছাড়া আর কিছুই দেখা গেল না।
: তুমি একজন শঠ – সওদাগর রেগে বলল – তোমার বস্তা নিয়ে যাও। আমি তোমাকে চিনির জন্য টাকা দিয়েছি আর তুমি নিয়ে এসেছ কি না ছাই – ফাঁকি দেওয়ার আর জায়গা পেলে না। আমাকে চিনি দিয়ে দাও, নইলে আমি তোমাকে জেলে পুরব।
গাড়োয়ান সেই রাস্তা দিয়েই ফিরে চলল এবং সেই শেখ ফরিদের সঙ্গে পুনরায় তার দেখা হয়ে গেল। সে তার পায়ে পড়ে কেঁদে বলল : হুজুর, আমি গরিব মানুষ। আমার সব চিনি ছাই হয়ে গেছে। রাগের মাথায় আমি আপনাকে মিথ্যা বলেছি, আমাকে মাফ করুন।
: ভালো – শেখ ফরিদ বলল – গাড়িতে ফিরে যাও। বস্তাতে চিনি ঠিক দেখতে পাবে। আর ভবিষ্যতে কখনও মিথ্যা বলো না, বুঝেছ?
গাড়োয়ান গাড়ীতে ফিরে গেল। সে বস্তা খুলে দেখল, প্রত্যেক বস্তায় তেমনি চিনি ভরা রয়েছে। খুশী হয়ে সে বাজারে ফিরে গেল এবং সবাইকে সমস্ত ঘটনা খুলে বলল।
গাড়োয়ানের বন্ধু জনৈক গ্রামবাসী ভাবল : আমিও ফকির হব। এমনি কাজ করে আমি শীগ্গীরই ধনী হয়ে উঠব। শেখ ফরিদের কাছে গিয়ে শিখে আসব কেমন করে ফকির হওয়া যায়।
অতএব সে শেখ ফরিদের কাছে গেল। কিছুক্ষণ পর শেখ ফরিদকে সে রাস্তা দিয়ে আসতে দেখল। সে দৌড়ে গিয়ে তাঁর পায়ের ওপর পড়ে বলল : হুজুর, আমাকে ফকির হতে শিক্ষা দিন।
শেখ ফরিদ জবাব দিলেন : আমাকে অনুসরণ কর।
শেখ ফরিদ জানতেন, এই লোকটি প্রকৃতপক্ষে কী চায়। তিনি স্তূপীকৃত ইটের পাশ দিয়ে যেতে যেতে বললেন : এই ইটগুলো সোনা হয়ে যাক। তৎক্ষণাৎ ইটগুলি সোনা হয়ে গেল। শেখ ফরিদ এগিয়ে চললেন। লোকটি অতি সন্তর্পণে দু’খানা ইট তুলে নিল এবং দু’খানা দু’বগলে রেখে দিল।
সহসা শেখ ফরিদ ঘুরে দাঁড়ালেন। লোকটিকে বললেন : তোমার বাহুর নিচে দু’খানা ইট আছে।
লোকটি ইটের দিকে তাকাল। ইট আর সোনা নেই, পুনরায় ইট হয়ে গেছে। লোকটি ইট দু’খানা ফেলে দিল। শেখ ফরিদ বললেন : তুমি সামান্য ইট চুরি করার লোভ সামলাতে পারলে না আর আমাকে বলছ, ‘আমি ফকির হতে চাই’!
লোকটি লজ্জায় মাথা নত করে রইল। আর একটি কথাও না বলে সে গ্রামে ফিরে গেল।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পুনশ্চঃ (নিজস্ব সংযুক্তি)-
আর সেই থেকে জন সমাজে একটি প্রবাদ বাক্য চালু হলো--
মুখমে শেখ ফরিদ (রহঃ), বগলমে ইট
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#সংগ্রহিত
- জাহিদ আহমেদ ও তার স্মৃতি পরিষদ।
ahmedzahid75@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন